poem

DREAMS COME TRUE

MAY ALL YOUR DREAMS COME TRUE

AND ALL YOUR WISHES TOO

MAY EVERYTHING YOU DO

BRING THEM CLOSER TO YOU

BELIEVE AND SEE THEM THROUGH

Author's Notes/Comments: 

DREAMS AND WISHES CAN AND DO COME TRUE

IT'S ALL UP TO YOU...BELIEVE IT TO BE TRUE...

View pamschwetz's Full Portfolio

WAITING FOR A SIGN

GUARDIAN ANGEL

WHAT IS YOUR NAME

DON'T BE A STRANGER

TELL ME IT PLAIN

 

IS IT SAMUEL

HOW CAN I TELL

DO I KNOW YOU WELL

CLEAR AS A BELL

 

IS IT ABSURD

THAT'S WHAT I HEARD

HOW WILL I KNOW

TELL ME IT'S SO

 

PLEASE CLARIFY

CONFIRM OR DENY

GIVE ME A SIGN

FROM THE DIVINE

 
Author's Notes/Comments: 

BEEN WONDERING WHAT MY GUARDIAN ANGEL'S NAME IS...AS I WAS THINKING IN RHYME THE NAME SAMUEL POPPED INTO MY HEAD OUT OF THE BLUE...WONDERING IF I GOT MY ANSWER OR NOT...WAITING FOR CONFIRMATION...THAT IS THE TRUE STORY BEHIND THIS POEM.

View pamschwetz's Full Portfolio

THANKYOU INTUITION

THANKYOU INTUITION

FOR EVERYTHING YOU DO

THANKYOU INTUITION

YOU KNOW THAT I LOVE YOU

Author's Notes/Comments: 

I WAS LISTENING TO A MADITATION ABOUT INTUITION AND THOUGHT OF ALL THE TIMES IT HAS HELPED ME IN MY LIFE SO WANTED TO SHARE MY GRATITUDE.

নির্ভীক চেতনা

এই বিজয় দিবসে আমরা উদযাপন করি


বাংলাদেশের জন্ম, যে দেশ এতদূর এসেছে,


আমাদের সংগ্রাম, আমাদের কষ্ট, এবং আমাদের বেদনা,


আজ এখানে এই গুরুত্বপূর্ণ দিনে নিয়ে এসেছে


   

সংকল্প, নির্ভীক চেতনা, আর কভু শেষ না হওয়া স্বপ্নই

 

আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে এনেছে, এগিয়ে নিয়ে যাবে!

View kingofwords's Full Portfolio
tags:

বিজয়ী

সবুজ পতাকা উজ্জ্বল আজ, স্বাধীনতা রাজত্ব করে,


আমাদের মুক্তিযোদ্ধাদের স্যালুট তাদের আত্মত্যাগের জন্য,


তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা গাছের মতন যাই নুয়ে,


আমরা তাদের ত্যাগের কথা কখনোই ভুলবো না


 

আমাদের জাতির প্রতি তাদের ভালোবাসা ছিল অকৃত্রিম,


দেশের তরে জীবন বিলাতে হননি পিছপা,


হে বীর মুক্তিযোদ্ধারা! তোমরা ছিলে বলেই আজ স্বাধীন আমরা,


তোমাদের স্মরণে তাই নিরন্তর শ্রদ্ধা জানাই

View kingofwords's Full Portfolio
tags:

বিজয় দিবসে বিজয়ী

বিজয় দিবস বাংলাদেশের গর্ব,


বিজয় দিবসে বিজয়ী সবাই,


মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে


যাতে আমরা ব্যথা এবং হাহাকার থেকে মুক্ত হতে পারি


 

আজ আমরা আনন্দের গান গাই,


বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই,


বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে চিরকাল দাঁড়াবে,

 

বাংলাদেশ এভারেস্টের মতন মাথা উঁচু করে এগিয়ে যাবে!

View kingofwords's Full Portfolio
tags:

মুক্ত জীবন

বীর মুক্তিযোদ্ধাদের সাহসের জন্য বিজয় দিবস উজ্জ্বল আজ,


মুক্ত জীবনের একটি গৌরবময় মুহূর্ত যা সংজ্ঞায়িত করে স্বাধীনতা,


আমাদের শক্তি এবং আশা,


হিমালয়ের মতন উঁচু আজ আমাদের শির


 

স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে বুকে,


নয় মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ এলো,


যা কখনই হবে না ম্লান,

 

প্রত্যেকের হৃদয়ের স্পন্দন এই দিনে একত্রিত হয় যার নাম 'বিজয় দিবস'

View kingofwords's Full Portfolio
tags:

বিজয়ের মূল্য

বাংলাদেশ আজ গর্বের সাথে বিজয় দিবস উদযাপন করছে,


আনন্দের চিৎকার প্রতিধ্বনিত হয় বহুদূরে,


এই দিনে আমাদের পতাকা উড়ছে,


বাংলাদেশের অগ্রযাত্রা পারবে না থামাতে আর


 

অত্যাচারী শাসন ১৯৭১ এ নীরব হয়ে যায়,


আমাদের সাহসী যোদ্ধারা জাতিকে মুক্ত করেছিল,


সময় আমাদের বিজয়ের মূল্য হ্রাস করতে পারেনি কভু,


এই আনন্দের দিনটি আমরা পৃথিবীর শেষ অবধি মনে রাখবো


View kingofwords's Full Portfolio
tags:

সম্মান জানাই

এটি সেই দিন যার মূল্য সীমাহীন,


যারা লড়াই করেছে তাদের আমরা সম্মান জানাই,


স্বাধীনতা পেয়েছি, পেয়েছি মর্যাদা,


বাংলাদেশের বিজয় দিবস আমাদের পথপ্রদর্শক


 

প্রতি বছর আমরা এই দিনটি উদযাপন করি,


১৯৭১ এ অত্যাচারীদের হাত থেকে সম্পূর্ণ মুক্তির জন্য


বীর বাঙালি সাহসিকতার সাথে একত্রিত হয়েছে, বিজয় এনেছে,


বিজয় দিবস তাই চির অম্লান!

View kingofwords's Full Portfolio
tags: