বাংলাদেশ, তোমায় ভালোবাসি!
বাংলাদেশ, তোমার কাছে আসি,
তোমার মাঝে স্বর্গ আছে,
যাই ছুটে তাই তোমার কাছে!
বারেবারে আসি ফিরে
মাগো, তোমার কোলে,
তোমার মায়ার স্বর্গনীড়ে
সকল কিছু ভুলে!
সবাই জানে, সবাই মানে
বাংলাদেশের নাম,
সবার মনে, সবার প্রাণে
তোমারই সুনাম!
বাংলাদেশ স্বপ্ন দেখে
সবার সেরা হবে,
বাংলাদেশের যাত্রা দেখে
বিশ্ব তাকিয়ে রবে।
ও আমার দেশের মাটি,
চির সবুজ, চির খাঁটি,
মাতৃভূমি আমার তুমি,
প্রাণের প্রিয় স্বপ্নভূমি!
চলো এদেশ গড়ি,
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ,
যে যতোটা পারি
ফেলে সকল ছদ্মবেশ!
১৫-ই আগস্ট কালরাতে
মুহুর্মুহু গুলিতে
গেলো বয়ে রক্তের সিন্ধু,
মরেও অমর বঙ্গবন্ধু!