সকালে ঘুম ভেঙে তোমায় দেখবো বলে,
করবো চুমু তোমার ঐ রেশমের মত কোমল গালে,
নিত্যদিন কত যে স্বপ্নের ঘুড়ি উড়িয়ে যাই,
কিন্তু হায়! তোমার ভালোবাসার দেখা যে না পাই!
প্রতিদিন একটি লাল গোলাপ হাতে,
তোমার বাড়ির সামনে দাঁড়াই এই আশাতে,
করবে সে গোলাপ গ্রহণ,
করবে আমায় তোমার জীবনে নিমন্ত্রণ!
সেই আশার ডানা মুহূর্তে যায় কেটে,
যাও তুমি যখন হনহনিয়ে হেঁটে!
তুমি যখন কারো সাথে,
হেসে হেসে বলো কথা,
তখন আমায় করে গ্রাস,
তোমাকে হারানোর ভয়টা!
তুমি যখন অন্য ছেলের কথা বলো,
আমার মনটা কয়লার মতন জ্বলে,
এ সন্দেহ নয় প্রিয়তমা!
একে তীব্র ভালোবাসা বলে!
তোমার উপর আমার বিশ্বাস আছে,
বেশী ভালোবাসি বলে থাকি কাছে কাছে!
জনম জনম ধরে,
ভালোবেসে যাবো তোমায়,
তুমি ভালোবাসবে কিনা জানি না,
তবে থাকবো না হয় বেঁচে সেই আশায়!
মরা গাঙে জলের ঢল নামতে পারলে,
আমার মনেও প্রেমের জোয়ার আসবে,
এ আমার দৃঢ় বিশ্বাস,
তুমি একদিন আমার হবেই হবে!
হয়তো উচ্চাকাঙ্ক্ষী বলতে পারো আমায়,
তবে ম্যাকবেথের মত নই, তা হলফ করে বলা যায়!
তোমার সাথে একটু সময় কাটাবো বলে,
একটু মনের দুঃখ ঘোচাবো বলে আসি চলে,
মন্ত্রের মত আকৃষ্ট হই তোমার প্রতি,
প্রেমে পড়ে করি না হিসাব হল লাভ না ক্ষতি!
তোমার ভালোবাসা আমার কাছে অক্সিজেনের মত,
তোমার সান্নিধ্যে থাকি না যখন,
মনে হয় যেন কার্বন ডাই অক্সাইড এসে,
নিচ্ছে কেড়ে আমার প্রাণ ও মন!
কখনও যদি যাও প্রতারকের মত ছেড়ে,
পারবে কি ফিরতে ছন্নছাড়া মন আমার আপন ঘরে?
আমি কাঙ্গালের মত অপেক্ষায় রত,
তোমার ভালোবাসা পাবার তরে,
তোমার সর্বাঙ্গে আমার প্রেমময় স্বাক্ষর দিতে,
তোমায় পেতে শুধুই আমার করে!
আমাদের ছায়াপথের ব্ল্যাকহোল যেমন অভুক্ত,
আমিও অনাহারেই আছি তেমন,
কারণ তোমার ভালোবাসা যে মোর আত্মার খোরাক,
সে কি বোঝো না তুমি হে প্রিয়জন?
তোমার সুডৌল স্তনের ভাঁজে,
করতে চাই বিচরণ তোমার প্রতিটি রাজ্যে!
আবার যদি দেখা হয়,
অকস্মাৎ সেই শহীদ মিনারের কাছে,
তোমার কি আদৌ মনে আছে,
সেই ভালোবাসা, সেই সময়?
কে জানে? হয়তো সবই মনে আছে,
সবই তোমার মন থেকে হয়তো,
গেছে উবে অনেক আগে কর্পূরের মত,
যদিও নয় কিছুই মিছে আমার কাছে!
আবার যদি দেখা হয়,
আবার যদি দেখা হয়!
যখন যেদিক পানে যাই,
বাতাসে নেশার গন্ধ পাই!
এ নেশার অন্য নাম ভালোবাসা,
হেরোইন বা ইয়াবার চেয়েও তীব্র এ নেশা!
ভালোবাসা যদি রোগ হয়, তবে আমি রোগী,
তোমার প্রেমের তরে পারি হতে সন্ত যোগী!
তুমি জানো না আমি কোন মাটিতে গড়া?
একবার যখন প্রেমে পড়েছি তোমার, নিশ্চয়ই দেবে ধরা!
শুরু যখন করেছি, দেখব এর শেষ কোথায়?
দেখি, কি করে থাকো ভালো না বেসে আমায়?
আমি অন্ধের মত করেছি বিশ্বাস তোমায়,
তোমার প্রতিটি কথা, প্রতিটি আচরণে,
কখনও ওথেলোর মত করিনি প্রশ্ন,
কখনও আসতে দেইনি সন্দেহ মনে।
তোমাকে সীতার মত পরীক্ষা দিতে হয়নি,
কারণ শিশুর যেমন থাকে মাতৃক্রোড়ের উপর বিশ্বাস,
তেমনই ছিল আস্থা মোর তোমার উপর,
কিন্তু বালির ঘরের মত গেল তা ভেঙ্গে, হল সর্বনাশ!
তুমি আমার হৃদয় খুঁচিয়ে করলে রক্তাক্ত কেন?
আমার ভালোবাসায় তো ছিল না খুঁত কোনও!
সত্যি কথা বলতে কি,
হিংসা আর বিদ্বেষ,
কালসাপের মত করে দংশন, তবুও বাঁচি,
কারণ কিছু মানুষ আমায় ভালোবাসে অশেষ!
চাঁদ যেমন পায় শক্তি সূর্য হতে,
আমিও প্রাণের স্পন্দন করি অনুভব মনটায়,
সেইসব মানুষের সম্মানে,
সেইসব মানুষের শর্তহীন শ্রদ্ধায়!
তাদের ভালোবাসাই তো আমার সব,
করি না পরোয়া না থাকে যদি বিত্ত বৈভব!