তেজোদীপ্ত মানবী

অঙ্গনা তুমি স্রোতস্বিনী
নাকি অশ্বের পায়ের নল?
তুমি জন্মদাত্রীর গর্ভ কষ্ট-
নাকি পদ্মপাতার জল?
তুমি নির্যাতিত একরোখা-
কেউ ডাকে পতিতা,
কারো তুমি মায়ের আঁচল;
প্রিয়তমা বনিতা।

তুমি ধানের মঞ্জুরী স্নিগ্ধ শরৎ
উড়ন্ত শান্তি কপোত,
তুমি তুঙ্গ, তুমি তমিস্রা-
আবার নিশুতি পুর্ণিমা রাত!
তোমার যেমন খ্যাতি আছে তেমনি আছে বদনাম;
শত্রুর তুমি আশীবিষ-
অনাদৃত অনির্বান।

পিতার কাছে পুত্রী তুমি
কামুকের চোখে কামিনী-
প্রেমিকের টানে প্রেমিকা তুমি,
স্বামীর ঘরে ভামিনী;
ক্ষণে ক্ষণে বদলে তোমার
ধরা-বাঁধার নাম,
তুমি ছাড়া অচল পুরুষ তবুও পাবেনা দাম।

হে প্রসূতি!
হে কলত্র!
হে দুহিতা!
তুমি নিদর্শন এ ভুবনের মাঝে-
রেখেছো অগ্রনী ভুমিকা,
স্তিতি তোমাকে যাই করুক তুমিই সঠিক ধারা;
সব আয়াস ক্ষোভ ভুলে
প্রসিদ্ধ তুমি,
তুমি যে জগতের মা।

View thenurhossain's Full Portfolio
tags:
shawon1982's picture

সুন্দর লেখা

ভাল লেগেছ ভাই আপনার লেখা। আপনিও দেখলাম আমার লেখা পড়েছেন। আমি কি ফেসবুকে আপনাকে অ্যাড করতে পারি? 


Dr. Zayed Bin Zakir Shawon

thenurhossain's picture

comment

ধন্যবাদ ভাইয়া।
আমি প্রথম দিন থেকেই আপনার ফ্যান,
ফেবুতে আমাকে এ্যাড করলে খুশি হবো।