দহন

আগুন লেগে যখন সব জ্বলে যায়,

আগুন নিভে গেলেও থাকে কিছু চিহ্ন!

জ্বলে পুড়ে যখন তা ছাই হয়ে যায়,

মানুষ আর বস্তু হয়ে জায় অভিন্ন!

বাইরে থেকে দেখা যায় না যে আগুন,

তার জ্বলন কি করে করি অনুভব?

দহন এর মাত্রা হয়ে যায় দ্বিগুন,

জ়ীবিত মানুষ তখন হয় যে শব!



যে কথা কখনও বুঝতেই চাও নি,

তা মনে করিয়ে দিয়েই আর কি লাভ?

বোঝাতে চেয়েছি কিন্তু তুমিই বোঝ নি!

তবুও আজকে এর নেই কোন ক্ষোভ!

অগ্নি দহনে পৃথিবী জ্বলে পুড়ে খাক!

সেখানে মনটা যদি পুড়ে যায়, যাক!

Author's Notes/Comments: 

15th March 2009 (Rhyme Scheme-ababcdcd efefgg)

View shawon1982's Full Portfolio
tags:
Muhammad Masum Jujuly's picture

অভিনন্দন গ্রহন করুন হে মহান কবিয়াল ... congratulations