তেতাল্লিশ

যে ছিল দূরে

তারে কাছে টেনে-

হারায়ে কেন খুঁজি?

হায়! যে ছিল কাছে

তাকে দূরে ঠেলে

কিসের মোহে মজি?

মানুষ চেনা বড় দায়

এ ভূবনে হায়-

যারে আপন ভাবি সেই

পর করে চলে যায়!

পথ চেয়ে বসে রই

লুকাই গোপন মায়া-

পথপানে চেয়ে রই

যদি তার দেখি ছায়া

সে আর আসে না

ভুলেছে আজ সবই

আমি আজও ভুলিনি তাকে

এখনও তার মোহে আমি

পথ চেয়ে বসে থাকি। 

Author's Notes/Comments: 

২৪ আগস্ট ২০২১

View shawon1982's Full Portfolio
patriciajj's picture

I can completely relate to

I can completely relate to this clever and well-written expression. Forgetting is certainly harder than we think! What a beautiful ending. Perfect. 

shawon1982's picture

thank you so much for your

thank you so much for your kind and soothing comment for my poem. best wishes to you. 


Dr. Zayed Bin Zakir Shawon