তোমার মুক্তি আমার আকাশে

তুমি মুক্তি চাও? তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে চাও। যদি যেতেই চাও তো যাও। আমি তোমাকে কোন বাধা দেবো না। বরং তোমার যা চাওয়া সেটাই আমার চাওয়া। তুমি যেটা চাও সেটাই হোক। তুমি আমার কথা ভেবো না। আমি তোমার চাওয়াটা পূর্ণ হোক সেটাই চাই। তোমার চাওয়া পূর্ণ হলেই আমি খুশী হবো। বরং আমি চাইবো তুমি সূর্যের মত হও। সূর্যের মত প্রখর, স্বাধীন। আমিও চাই তুমি তোমার কাঙ্খিত মুক্তি নিয়ে সূর্যের মত স্বাধীন হয়ে ঘুরতে থাকো তোমার নিজস্ব ভুবনে। আমি তোমাকে বাধা দেবো না। কারণ তুমি যদি সূর্য হও তাহলে আমি হব তোমার আকাশ। তোমার দিগন্ত বিস্তৃত করে আমি থাকবো। কোথায় যাবে তুমি আমাকে ফেলে? প্রতিদিন তুমি উদয় হবে পূর্বাকাশে, সেও আমার কাছ থেকে। আর প্রতিদিন সন্ধ্যায় সেই তুমিই পশ্চিমাকাশে অস্ত যাবে, আমার কোলের মধ্যে এসেই। তুমি কোথায় যেতে চাও আমাকে ছেড়ে? আমি কোথাও তোমাকে আটকাবো না। শুধু নিজের মত করে ভালবেসে যাবো। পারবে কি তুমি আমার ভালবাসার সীমানা থেকে, আমাকে ছেড়ে বেরিয়ে যেতে? তোমার উদয়াস্তে আমি থাকবো। কোথাও তোমার বাধা হব না আমি। শুধু ভালবাসার বন্ধনে বাধা পড়ে গেছি আমি নিজেই।  

Author's Notes/Comments: 

৮ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio