বাঁচার যুদ্ধ

অফিস যাব বলে আমি

রওনা দিলাম ৭ টায়

তিন ঘন্টা পরেও দেখি

তখনও আমি রাস্তায়।

কি চমৎকার দেখা গেল

রাস্তায় দারুণ জ্যাম-

রোদের তাপে পুড়ে পুড়ে

আমি হলাম শ্যাম!

একটু খানিক বাসটা নড়েই

থেমে থাকে আবার-

এমন ভাবে বসে আছে

নামটি নেই যাবার।

পাশের রাস্তা ব্লক করে

যাচ্ছে ভি আই পি-

আমাদের কি হলো তাতে

কার বাপের কি?

তিন দিন ছুটি ছিল

তাই নাকি এমন-

জ্যাম তো রোজই দেখি

 রোজই পড়ে কমন।

বাসগুলোর তো তেমনি দশা

যায় না ওতে বসা-

সিটিং বাস নাম দিয়েও

মানুষ দাঁড়িয়ে ঠাসা।

ঘামে নেয়ে উঠে নিত্য

হচ্ছি বাসে সিদ্ধ-

এভাবেই চলে জীবন

বেঁচে থাকার যুদ্ধ।

Author's Notes/Comments: 

3 september 2018

View shawon1982's Full Portfolio
sootyash's picture

so...

You are on the bus?

Me too...

 

(I had to use google translate, I don't actually read your language.)


© Sootyash All rights reserved.

shawon1982's picture

thank you so much for your

thank you so much for your kind effort to read my poem! yes in the morning I was in the bus! where do you live? i live in bangladesh! 


Dr. Zayed Bin Zakir Shawon