যতবার অতসি ফুল দেখি

যতবার অতসি ফুল দেখি,


অপার বিস্ময় আকাশে উড়ে বেড়ানো মেঘের মত,


আমার মনকে করে আচ্ছন্ন মুহূর্তেই,


কারণ অতসি ফুলের মতই তার গায়ের রং নয় কি?


 

যখন সে এলো চুলে আসতো হেঁটে ভর দুপুরে,


সূর্যও নিশ্চয়ই কয়লার মত জ্বলত হিংসায়,


কেননা তার তনুর সোনালি রঙের কাছে যে সূর্যের আলোও নস্যি!


তাকে অগ্রাহ্য করার দুঃসাহস আমি দেখাতাম কি করে?


 

রক্তমাংসে গড়া মানুষ মনে হত না তাকে দেখে!

 

যেন সাক্ষাত স্বর্গের দেবীর বিচরণ এই মর্তলোকে! 

View kingofwords's Full Portfolio
tags: