শিশুকালের কিছু মুহূর্ত

মনে পড়ে সেই সময়টা,


যখন দমকা হাওয়ার মত ছিল মোর জীবনটা,


সুতো ছেড়া ঘুড়ির পেছনে মাইলের পর মাইল,


পাগলের মত ছুটেও হতাম না কাহিল!


 

মনে পড়ে ছিপ হাতে পুকুর পারে স্কুল শেষে,


ঘণ্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন বুদ্ধের মত থাকতাম বসে,


ধরতাম চুনো পুঁটি, রুই, ফইল্লা আরও কত মাছ,


মায়ের স্নেহের মত দিত সুশীতল ছায়া কড়ই গাছ।


 

মনে পড়ে ডাংগুলি, সাতচারা, গোল্লাছুটসহ কত না মজার খেলা!


 খেলতে খেলতে যেত যে কখন রোড রোলারের মতন গড়িয়ে বেলা!

View kingofwords's Full Portfolio