সে যেন বৃষ্টি!

বৃষ্টির মতই তার কথাগুলো ঝরে পড়ে,


ছড়ায় শীতলতা সবখানে ধীরে ধীরে,


যত শুনি তার কথা,


মনে হয় যেন শুনতেই থাকি তা।


 

লজ্জাবতী লতার মত লাজে মুখ ঢাকে যখন,


আমার মনে যায় বয়ে যেন কালবৈশাখী হাওয়া তখন!


কানের লতি যেন লাল মরিচ হয়ে যায়,


অতি লাজে দেয় কামড় নিজের ঐ পদ্ম রাঙা জিহ্বায়!


 

জানি না কবে যে আমি পড়েছি তার প্রেমে,


প্রাণ মিলেছে প্রাণের সাথে এই নশ্বর ধরাধামে!

View kingofwords's Full Portfolio
tags:
shawon1982's picture

বেশ ভাল লাগ্ল আপনার এই

বেশ ভাল লাগ্ল আপনার এই কবিতাটি! শুভেচ্ছা রইল! 


Dr. Zayed Bin Zakir Shawon

KingofWords's picture

অনেক ধন্যবাদ

 

 

অনেক ধন্যবাদ আপনাকে। :)