বাঘের গর্জন ঐ শোনা যায়!

তোরা কে আছিস কোথায়!


আয়, আয় তাড়াতাড়ি আয়!


বাঘের গর্জন ঐ শোনা যায়!


গর্বে বুক আজ ভরে যায়।


 

বাংলাদেশের দামাল ছেলেরা আজ,


দিয়েছে উপহার মোদের হীরক তুল্য তাজ,


বিশ্বকাপে বিশ্ব যখন কাঁপে,


বাঘের মত উঠেছে গর্জে বাংলাদেশ প্রচণ্ড প্রতাপে।


 

বাংলাদেশের পতাকা উড়ছে সগৌরবে, উড়তেই থাকবে,


একদিন ঠিকই আসবে যখন বাংলাদেশ বিশ্ব মাতাবে!

Author's Notes/Comments: 

Today Bangladesh cricket team has defeated England in the ICC World Cup 2015 and qualified for the quarter-finals. In the 4th line, 'tigers' means the players. Notably, the Royal Bengal tiger is the national animal in Bangladesh and the players have played like the tigers today with boldness, confidence and zeal. :)

 

View kingofwords's Full Portfolio
tags:
bishu's picture

Good Luck :)

There is still a football team in Kolkata which is named "East Bengal" and I am a supporter...Alas the wired barricade Frown


©bishu 

 

KingofWords's picture

Yes indeed!

Yes indeed!