করুণা চাই না, তোমার ভালোবাসা চাই

আমি ভিক্ষুকের মত তোমার কাছ থেকে,


দয়া কুঁড়োতে আসিনি, শোনো, বলছি তোমাকে,


পারলে একটু ভালোবাসার উষ্ণ চাদরে,  


জড়াও মোরে, দাও ঠাঁই তোমার মনের অভ্যন্তরে।


 

হিংস্র পশুর মনেও তো কালেভদ্রে কভু,


হয় বিবেকের জাগরণ তবু,


কেন তোমার আলপিনের মত এ নিষ্ঠুর মনোভাব?


কেন যাও এড়িয়ে মোর ভালোবাসার প্রভাব?    


 

আমি যে বাঁচব না তোমায় ছাড়া তা কি তুমি বুঝো না?


তুমি যে আমার স্বপ্ন, আমার অস্তিত্ব, আমার অমর কল্পনা!

View kingofwords's Full Portfolio