অলস হাতি [Bangla Rhyme]

হাতি এতো অলস কেন?


ধীরে ধীরে চলে,


ঠিক ঐ শামুকের মত,


দেব নাকি চড় হাতির গালে?


 

চড় খেয়ে হয়তো শিক্ষা হবে,


থাকবে না আর অলসতা,


এদিক হতে ওদিক যেতে,


যায় বেজে তার বারোটা!


 

ও হাতি! তুই ঠিক হবি কবে?

 

উঠতে বসতে এতো সময় নিলে হবে?

View kingofwords's Full Portfolio
tags: