ক্ষনজন্মা অতিথি

কাঠঠোকরার ঠোঁটে লেগে থাকা বাষ্পায়িত পানি
প্রত্যুষের রক্তিম সূর্য্যের ক্ষণিকের সিঁদুর বরণ রঙ
মূহুর্তের তরে ঝাপ্টানো দু’চোখের পলক
তীরে আছড়ে পড়ে বিলীন হওয়া সাগরের ঢেউ
ছোট্ট শিশুর মুখের প্রথম একটু আধো আধো কথা
সকাল বেলার চায়ের কাপের কোনায় একটু চুমুক
রাতের আকাশে সপ্তবর্ণিলার রঙের পরিবর্তন
মায়ের চোখের তারায় ঝিলিক দেয়া আশা
জ্বরাক্রান্ত সন্তানের কপাল ছুঁয়ে দেখা পিতার হাত
বিদায়ের কালে বোনের চোখের কোনের অশ্রুজল
অথবা কাঁধের উপরে ভাই এর রাখা সান্ত্বনার হাত
সলজ্জ প্রভায় স্ত্রীর প্রসারিত দুই হাতের হাতছানি
শীতের সকালে ভাঁপা পিঠা থেকে ওঠা ধোঁয়া
মাটির সানকিতে শুকনা মরিচের সাথে পান্তা ভাত
কখনো বা উদাস দুপুরে রাখালের বাঁশির করুণ সুর
কখনোও বা প্রিয়ার কন্ঠের একটি শোনা গান সুমধুর
এক পশলা বৃষ্টির পরে মাঠ থেকে আসা মাটির গন্ধ
কালবৈশাখীর পরে হৈ চৈ করে আম কুড়ানো

ভালোবাসি খুব বেশী, এই মাটি, এই দেশ, এই বিধি
কৃতজ্ঞতা জানাই, হে মুক্তিযোদ্ধা! যে ক্ষণজন্মা অতিথি!

Author's Notes/Comments: 

2nd November 2012

View shawon1982's Full Portfolio