জীবন সংগ্রাম

এ কোন দেশ? কার মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছিলাম?
সুজলা সুফলা শস্য শ্যামলা- আর কতই না মায়া মমতা!
আমি কি আসলেই এমন মুক্তিযোদ্ধা হতে চেয়েছিলাম?

এক মুঠো স্বপ্ন আর সোনালী বিকেলের আশায় বুক বেঁধেছিলাম-
আমার সাথে যুক্ত হয়েছিল এদেশের সংগ্রামী সাধারণ জনতা।
এ কোন দেশ? কার মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছিলাম?

পরাধীনতা থেকে মানুষকে মুক্তি দিতে রক্তক্ষয়ে নেমেছিলাম-
না ছিল কম সৎসাহস আর না ছিল কম সততা!
আমি কি আসলেই এমন মুক্তিযোদ্ধা হতে চেয়েছিলাম?

নিজের সর্বস্ব পিছে রেখে অভীষ্ট লক্ষ্যের পথে পাড়ি দিলাম-
গ্রাস করতে পারনে নি আমাদের কোন রকম দৈন্যতা!
এ কোন দেশ? কার মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছিলাম?

কত বছর পার হয়ে গেল! কিইবা দেশের জন্য করলাম?
সোনালী বিকেলের আলোকে বিলীন করে দিল জীর্ণতা!
আমি কি আসলেই এমন মুক্তিযোদ্ধা হতে চেয়েছিলাম?

জীবন সংগ্রামের সায়াহ্নে এসে এ কোন বিষ পান করলাম?
এক মুঠো স্বপ্ন নয়! পেলাম শুধুই দুঃখের বিলাসিতা!
এ কোন দেশ? কার মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছিলাম?
আমি কি আসলেই এমন মুক্তিযোদ্ধা হতে চেয়েছিলাম?

Author's Notes/Comments: 

2nd November 2012 (Villanelle)

View shawon1982's Full Portfolio