বিচারকের দৌরাত্ম্য

হাঁটি হাঁটি পা পা, আমরা লিখি গল্প-কবিতা
অল্প অল্প লিখতে লিখতে শেষ করি পুরোটা
এইবার লেখা জমা দাও-
পাঠকের ভোট কুড়াও!
এরপরে বুঝতে পারবে, কি লিখেছ, সবই তা!

এরপরে শুরু হবে লেখা বাছাই এর পালা-
এবার জমবে মজা, শুরু হবে আসল খেলা!
আছে সিন্ডিকেট চক্র,
বিচারকের কটূক্তি বক্র,
তবেই পুরস্কার আসবে, তখন হয়ে যাবে বেলা।

পুরস্কার পেয়ে কেউ খুশী আর কেউবা হয় হতাশ-
কেউ জামার কলার ছিঁড়ে, কেউ ফেলে দীর্ঘশ্বাস!
হায়রে হায় যারা বিচারক-
তাদের গ্যাড়াকলে লেখক!
আজে বাজে সব উক্তি করে উৎসাহকে করে লাশ!

হয়নি আধুনিক সাহিত্য, সেটাই উনাদের মন্তব্য-
লেখকরা ফালতু লিখে, নেই তাদের কোন গন্তব্য!
আর উনারা লিখে যথাতথা-
সেটা অধুনা সাহিত্য কথা!
ঘৃণায় মুখ ফিরাই! বর্জন করি তাদের সব বক্তব্য।

কুরুচিকর সব লেখা লিখলেই যদি হয় সাহিত্য-
উচ্ছিষ্ট আর আবর্জনা দিয়ে দেখায় আবার পান্ডিত্য!
যত্তসব অশ্লীল ভাষা-
যৌনবর্ণনায় ঠাসা!
অবাক বিস্ময়ে আমরা দেখি বিচারকের দৌরাত্ম্য!

Author's Notes/Comments: 

5th March 2012 (Limerick)

View shawon1982's Full Portfolio