বিচারকের সাহিত্য

এটাই সেই সাহিত্য? Can you please tell?
পড়তে গিয়ে যখন কান দিয়ে বাষ্প বের হয়-
কপাল চাপড়ে তখন বলি, ‘What the hell?’

তিলকে তাল করে যারা, রাই কে করে বেল-
ভুং ভাং লিখলেই তারা সাহিত্য নাকি হয়!
এটাই সেই সাহিত্য? Can you please tell?

আজে বাজে কথা আর বস্তাপচা তামাশা খেল;
এইসব না লিখলে লেখা মান সম্পন্ন নয়-
কপাল চাপড়ে তখন বলি, ‘What the hell?’

রগরগে যৌনতা যেন ভাদ্রের পাকা বেল-
ভদ্র পাঠক পড়তে গিয়ে লাজে মুখ লুকায়!
এটাই সেই সাহিত্য? Can you please tell?

আলতু ফালতু উপমা দেখলে বুখে বিঁধে শেল;
বুঝার চেষ্টা করতে গিয়ে যখন হয় মগজ ক্ষয়-
কপাল চাপড়ে তখন বলি, ‘What the hell?’

ঝড়ের বেগে লিখে গেল, যেন তুফান মেল-
বোধ বুদ্ধি গিট্টু লেগে, শুরু হল প্রলয়!
এটাই সেই সাহিত্য? Can you please tell?
কপাল চাপড়ে তখন বলি, ‘What the hell?’

Author's Notes/Comments: 

3rd March 2012 (Villanelle Fusion)

View shawon1982's Full Portfolio