তারার পানে

দূরের তারার পানে চেয়ে আমি তোমায় খুঁজব না-
তুমি যে সদা জেগে আছ আমার এই মনে-
তোমাকে ছাড়া আমি নিজেকেও ভালবাসব না।

আমার মনে মনে তুমি কথা বলে যাও চুপিসারে!
আমি যে তোমার কথা শুনতে পাই সঙ্গোপনে-
দূরের তারার পানে চেয়ে আমি তোমায় খুঁজব না।

সবার আড়ালে যখন তুমি আমায় ডাকো অভিসারে,
আমি তোমায় খুঁজে নেই লোকালয় কিংবা নির্জনে!
তোমাকে ছাড়া আমি নিজেকেও ভালবাসব না।

আমি তোমায় ভালবাসি, বলে যাই বারে বারে;
আমায় অবাক করে দিয়ে যখন তুমি এলে এই মনে!
দূরের তারার পানে চেয়ে আমি তোমায় খুঁজব না।

ফিরে চলে যেওনা যেন এসে আমার দুয়ারে-
আমি যে বাঁচতে পারবো না তুমি বিহনে!
তোমাকে ছাড়া আমি নিজেকেও ভালবাসব না।

তুমি একটু এসে দাঁড়িও আমার শিয়রে,
তখন আমার কোন ভয় থাকবে না মরণে!
দূরের তারার পানে চেয়ে আমি তোমায় খুঁজব না।
তোমাকে ছাড়া আমি নিজেকেও ভালবাসব না।

Author's Notes/Comments: 

15th October 2011 Villanelle

View shawon1982's Full Portfolio