চাঁদ

আকাশে তাকিয়ে আমি দেখিনা ঐ চাঁদ।
তুমি যে চাঁদের চেয়েও বেশী সুন্দর!
তোমার প্রেমে আমি যে হয়েছি উন্মাদ।
তুমি আমার সব, নও আপন পর;
তোমায় পেয়ে আজ আমি হয়েছি পূর্ণ।
তুমি আমার এ ধরা, বিশ্বচরাচর!
যখন এই হৃদয় হয় জরাজীর্ণ-
হাত বাড়িয়ে আমি যে তোমাকেই খুঁজি;
দেখা না পেলে এ অন্তর হয় বিদীর্ণ।
দিলাম তোমায় ভালবাসার যা পুঁজি,
উজাড় করে তা যতটুকু ছিল কাছে।
ক্ষতি নেই যদি এখন এ চক্ষু বুজি।
আমি তুমি রয়েছি ভালবাসার পিছে-
কেনই বা হতাশা এই জগতে মিছে?

Author's Notes/Comments: 

17th September 2011 (Terza Rima Sonnet)

View shawon1982's Full Portfolio