বর্ষা

বর্ষা বুঝি এলো আজ আমার দুয়ারে!
মনে তো পড়ে না; কতদিন পরে এলে?
নিশ্চুপ দাঁড়িয়ে ছিলে আমার শিয়রে,
প্রথম কদম বুঝি আমাকেই দিলে?
ঝরঝর শব্দে তুমি তোলো যে মর্মর;
অশান্ত হৃদয় আমার হয় ব্যাকুল।
ক্ষণে ক্ষণে এই বুঝি ঝরায়ে অঝোর,
ভাসায়ে নিয়ে গেলে নদীর ঐ দু’কুল।

খরাতপ্ত মনে নেই শান্তির পরশ;
যদি এখন পেতাম তোমারই স্পর্শ!
তুমি বিহনে কাঁটে না যে রাত্রি দিবস;
সিক্ত স্নিগ্ধ পৃথিবী, তবু আমি বিমর্ষ।
আমার মনোমাঝে যে ব্যথা আজ জাগে,
সেই সুরে গেয়ে ওঠে বর্ষা অনুরাগে।

Author's Notes/Comments: 

1st July 2011

View shawon1982's Full Portfolio