একান্ত আপন

সম্মুখে বিস্তীর্ণ মাঠ আর অগাধ জলরাশি-

এর মাঝে করুণ সুরে কে যেন বাজায় বাঁশি!

মৃদু বাতাস যখন গাছের শাখায় দিয়ে যায় দোলা,

তখন আমি একা বসে আছি, সামনে খাতা খোলা!

দূরে দেখা যায় সমূদ্র আর উপরে যে নীল আকাশ,

যতই দেখি একাকী আমি ততই হচ্ছি হতাশ।

সব কিছুর মাঝে বসেও মনে হয় কি জানি কি নাই,

ভুলে যাওয়া মনের অন্তরালে যদি তা খুঁজে পাই!

যা খুঁজছি মনে মনে কখন যে পাবো তার দেখা-

দেখা পেলেই তার কথা আমার মনে রবে লেখা।

সবুজ বন, নীল আকাশ আর সম্মুখে সমূদ্রের পানি,

ক্ষণিকের তরে হলেও আমার মনে এনে দেয় গ্লানি।

একাকীত্বের মাঝে এভাবেই চলছে মার জীবন যাপন,

এরই মাঝে আমি তোমায় পেলাম, আমার একান্ত আপন।

নিস্তব্ধতার মাঝে তুমি জ্বেলে দিলে যে আশার বাতি-

শুধু আমার হয়েই তুমি থেকো, জন্ম জন্মান্তরের সাথী।

Author's Notes/Comments: 

1st April 2010

View shawon1982's Full Portfolio