যৌবন

যৌবন আনে তারুন্যে নব উচ্ছলতা,

বাতাসের মত সদাই প্রবাহমান-

নদীর স্রোতের মত জাগে চঞ্চলতা,

আগুনের মত উর্ধ্বে থাকে ধাবমান।

যৌবন আনে যে সজীবতার উচ্ছ্বাস-

বাঁধা বিঘ্নকে ভাঙ্গার নয়া কলতান,

নতুনকে জানার নব নব উল্লাস,

জরা জীর্ণকে করে দেয় নিমেশে ম্লান।



এরপরেও যে থেকে যায় কিছু কথা-

যারা করে যৌবনের শক্তি অপচয়,

জীবনে তারা পায় দুঃখ, গ্লানি, ব্যথা-

সমাজে ডেকে আনে চরম অবক্ষয়।

যৌবন নয়তো গা ভাসানো উদ্দামতা-

ধ্বংস করে দেয়া শৃঙ্খল স্বাধীনতা।

Author's Notes/Comments: 

22nd Januaray 2010

View shawon1982's Full Portfolio