ঘুর্ণিবলয়

বন্ধ ঘরে আমি একা বসে অপেক্ষায়,

এখনও কি কিছু সময় আছে বাকি?

একটু পরে শুরু হবে ঘুর্ণিবলয়,

উদ্ধার পাবার নিমিত্তে আছেই বা কি?

প্রকৃতি মেতেছে আজকে কোন প্রলয়ে?

সবকিছু করে দিতে চাইছে ধ্বংস!

আমি বাঁধা পড়লাম কোন সে বলয়ে?

বুঝতে পারিনা আমি কিসের অংশ!



ভেঙ্গে চুরে সবকিছু করে নিঃশেষ,

কি লাভ হল এই ধ্বংসের খেলায়?

আবদ্ধ জীবনের জন্য ইহা অশেষ-

করুণা! পাওয়া যায় মৃত্যুর ভেলায়!

অন্তর জ্বলে শেষ হয়ে যায় যে ঝড়ে-

কেনই বা ভাঙ্গে আর কেনই বা গড়ে?

Author's Notes/Comments: 

11th October, 13th December 2009

View shawon1982's Full Portfolio