নিঝুম রাত

রাত্রি যখন নিঝুম হয়

নিস্তব্ধ হয় পৃথিবী,

ঘুমিয়ে পড়েছে সকল কিছু

নিশ্চুপ রয়েছে সবই।

মাঝে মাঝে নিস্তব্ধতা ভাঙ্গে

ঝিঁ ঝিঁ পোকার ডাকে,

বাঁকা চাঁক উঁকি মারে

মেঘের ভেলার ফাঁকে।

বনের মধ্যে চলছে যখন

আলো আঁধারির খেলা,

আকাশজুড়ে বসেছে তখন

সহস্র তারার মেলা।

রূপালী জোছনা প্লাবিত করেছে

সুপ্ত এই প্রকৃতিকে,

তারার আলো সাজিয়ে দিয়েছে

রাতের নিস্তব্ধতাকে।

এরই সাথে যুক্ত হয়েছে

ক্ষুদ্র জোনাকীর আলো,

কে বলবে আঁধারের রূপ

লাগে বড় কালো?

নিশাচর পশুরা বেরিয়ে পড়েছে

খাবারের সন্ধানে,

নদীর পানি ফুলে উঠেছে

জোয়ারের প্লাবনে।

বাতাস যখন বয়ে চলে

বনের ভিতর দিয়ে,

বনের বৃক্ষ শামিল হয়

মর্মর ধ্বনি দিয়ে।

এরই মাঝে একাকী আমি

উদ্দেশ্যহীন হেঁটে যাই,

নির্জনতার মাঝেই আমি

নিজেকেই খুঁজে পাই।

Author's Notes/Comments: 

30th October 2002

View shawon1982's Full Portfolio