চিরবিদায়

যখন আমি এই পৃথিবীতে এলাম,

সব কিছুকেই আপন করেছিলাম।

আজ বোধহয় সময় হয়েছে শেষ,

অন্তরে নেই কোন ক্ষোভ কিংবা দ্বেষ।

সময় হয়েছে আজ চলেই যাবার,

আর কোন কিছুই নেই যে হারাবার!

হয়ত আমি অনেক কিছুই চেয়েছি,

জীবনে যা পাবার ছিল তাই পেয়েছি।



হৃদয় ছিল সর্বদা আনন্দেতে মগ্ন-

ফুরায়ে গিয়েছে মোর জীবনের লগ্ন!

কোন বাঁধনে আর বাঁধবে যে আমায়?

অনন্তযাত্রার হয়ে গিয়েছে সময়!

শেষবার আশীর্বাদ করি যে তোমায়,

‘সুখী হও’-আমায় দাও চিরবিদায়!

Author's Notes/Comments: 

13th September 2002 (old sonnet)

View shawon1982's Full Portfolio