কাল বিবর্তন

অনেকগুলো দিন গিয়েছে চলে

অনেকটা সময় হয়েছে অতিক্রান্ত,

লাভ-লোকসানের হিসাব করে

আজ আমি বড়ই পরিশ্রান্ত!

কি হবে এই হিসেব মিলিয়ে?

কি হবে আর অঙ্ক কষে?

গুন, ভাগ আর যোগ করে

মিললো না কিছুই অবশেষে!

অতীতের পানে চেয়ে দেখি

সবকিছুই আজ স্মৃতি।

ভবিষ্যতের পানে চেয়েও তো

পেলাম না আশার জ্যোতি!

শৈশবের সেই বন্ধুদের আআর

পাই না তো খুঁজে আমি,

এখন বুঝি বাল্যবন্ধুরা ছিল

আমার কাছে কত দামী।

স্কুল প্রাঙ্গনে ছোটবেলা সবে

খেলাধূলা করেছি কত

তাই দেখে বলতো সবাই

‘এরা চঞ্চল কেন এত?’

মনে পড়ে যায় শৈশবের কথা

হাসি আনন্দের দিনগুলি-

চোখের নিমিষে হারিয়ে গেল

প্রিয় সেই সময়গুলি!

Author's Notes/Comments: 

03rd November 2002

View shawon1982's Full Portfolio