ঘৃণা

ভাল মানুষের মুখশেরই আড়ালে,

তুমি জীবন্ত এক হিংস্র নরপশু।

ছদ্মবেশ নিয়ে যখন পাশে দাঁড়ালে,

পশুত্ব ঢেকে নিয়াছো; যেনে এক শিশু!

মনুষ্যত্বকে বিসর্জন তো দিয়ে এলে,

পাপী তুমি কিভাবে হতে চাইছ যীশু?

সমস্ত বিবেক যখন দিয়েছ ফেলে,

ধ্বংস তুমি হবেই, হয়তোবা আশু!



ফেরার কোন পথ আজ তুমি রাখনি,

অতীতকে ছুড়ে ফেলে দিলে অবজ্ঞায়-

পুরানো সে কথা নিশ্চই ভুলে যাও নি?

অস্বীকার করেছিলে অকৃতজ্ঞতায়!

যখন চোখে পড়ে তোমার মুখখানি-

দৃষ্টিকে সরিয়ে নিই অপার ঘৃণায়।

Author's Notes/Comments: 

13th January 2007 (old sonnet)

View shawon1982's Full Portfolio