দূরত্ব

একটু একটু করে বেড়েছে দূরত্ব,

কোন কিছু ঠিক বুঝে ওঠার আগেই!

যখন দেখি অহংকার ও আমিত্ব-

এর মধ্যে তো কোনই মনুষ্যত্ব নেই!

যদি কাছের মানুষ হয়ে যায় দূর,

অনেক বেশিই লাগে তখন যন্ত্রণা।

তবুও তো মানুষ হয়ে যায় নিষ্ঠুর-

যখনই মনে দোলা দেয় কুমন্ত্রণা!



এক সময় আঘাত হয়ে যায় তীব্র,

দুখের মাত্রা হয়ে পড়ে অসহনীয়।

কালিমায় ঢেকে হায় আচরণ শুভ্র,

ভাল মানুষগুলাও হয় যে অপ্রিয়!

ব্যবধান বেড়ে যায় অন্তরের মাঝে,

ভালবাসা ঢাকা পড়ে সকরূণ লাজে।

Author's Notes/Comments: 

21th April 2009

View shawon1982's Full Portfolio
tags: