রেজা'র কিচ্ছা

রেজা যখন ঘরে একা থাকে,

চুপি চুপি এদিক অদিক তাকায়,

চোরের মন পুলিশ পুলিশ-

না জানি কখন ধরা খায়!

আস্তে কইরা কম্পিউটার ছাড়ে,

যদি আবার কেউ আইসা পড়ে,

পরে ত খাইতে হবে ঝামা ঘষা-

যেন গানের কাশেম আলি কাইশা!

আউলা ঝাউলা প্রেম করে,

ধরা খাইলে পল্টি মারে!

এরপর ওয়েবক্যাম ছাইড়া,

ভাব মারে মহা ব্যস্ত-

মোবাইল একখান হাতে নিয়ে,

গল্পে মজেন কেতা দুরস্ত!

কৃষ্ণচুড়া ফুল দিয়ে রেজা,

মাইনষেরে শুভেচ্ছা দেয়-

আবার অতশী ফুলের মালা

প্রেমিকার গলায় পরায়!

এই ছেমড়াডারে নিয়ে আমি

দারুন দুশ্চিন্তায় আছি-

চিন্তার জ্বালায় আমি একা

মারতেছি মশা মাছি!

খালিগায়ে এর কতদিন

ফষ্টিনষ্টি করবি একা?

এইবার একখান বিয়া কর,

হইয়া যা তুই দোকা!

দোস্ত তুই কিন্তু চেতিসনা,

করিসনা কিন্তু রাগ-

অর্ধচন্দ্র দিয়ে বলিসনা

যা বেটা তুই ভাগ!

Author's Notes/Comments: 

19th April 2009

View shawon1982's Full Portfolio
tags: