কে ডাকে?

কার যেন ডাক শুনতে পাই সকালে,

অস্পষ্ট এক শব্দ কিন্তু ঠিক শুনেছি,

অনেক আগে ধরা আছে স্মৃতির জালে-

এখন মনে হয় আমি ভুলে গিয়েছি!

বহুদিন পরে আবার শুনি সে ডাক,

যেন আগের মত; নেই পরিবর্তন,

শুধু আমি হয়ে যাই একাই নির্বাক,

যেই নিস্তব্ধতার নেই যে সমাপন!



ভেবে আকুল হই, মেলে না যে উত্তর!

মনের ভিতর উঁকি দেয়া প্রশ্ন সুপ্ত,

কেউ যদি বলতো! তা হত শ্রেষ্ঠতর!

নতুবা চিরদিন তা হয়ে রবে লুপ্ত!

মনে আজ একটাই প্রশ্ন ওঠে জেগে,

প্রত্যহ সকাল সাঁঝে আমায় কে ডাকে?

Author's Notes/Comments: 

3rd April 2009

View shawon1982's Full Portfolio
tags: