কল্পনা (Fantasy)

একদিন দেখেছিলাম সুন্দর এক স্বপ্ন,

নদীর তীরে আমরা বসেছিলাম মগ্ন!

যখন তুমি ধরেছিলে আমার হাত-

পুষ্পসম প্রস্ফুটিত হয়েছিল প্রভাত!

কানে কানে বলেছিলে চুপি চুপি-

মৃদু বাতাস করেনি কোন কারচুপি!

আমার হৃদয়ে লেগেছিল এক সাড়া-

তুমিই আমার অন্তরে দিয়েছিলে নাড়া!

তোমার জন্য ফুল তুলতে চাইলাম একটি,

তখন শুরু হয়ে গেল মুশল ধারে বৃষ্টি!

আমি তোমাকে বলেছিলাম, ‘এস প্রিয়তম!’

লজ্জা পেয়ে তুমি হয়েছিলে অবনত!

আমার জীবনে তুমি দিয়ে দিয়েছো দোলা

আমার জীবনে যদিও ছিল কত ঝামেলা!

তোমাকে কত ভালবাসি, এটা রেখ স্মরণ,

তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো বরণ।

Author's Notes/Comments: 

1st August 2009

View shawon1982's Full Portfolio