একাকী পথচলা (Walking Alone)

চিন্তা করেও ভেবে পাইনা কি লিখবো-

মনের মধ্যে পাই না কোন আশার আলো!

একা একা হাঁটি আমাই দিনভর বারান্দায়,

পৌঁছাতে পারলাম না জীবনের কিনারায়!

যন্ত্রে রুপান্তরিত হচ্ছে আমাদের এই জীবন,

যন্ত্রের মধ্যেই বাঁচা আর যন্ত্রের মধ্যেই মরণ!

মাঝে মাঝে ভুলে যাই আমার নিজের অস্তিত্ব,

খালি কামরায় যখন গুমরে মরে সব আমিত্ব!

যন্ত্রমানব হয়ে গিয়েছি! উপায় নেই ফেরার!

জীবন প্রত্যাশী? কিন্তু কিই বা আছে পাবার?

কখন মনে হয় আমি ফিরে আসবনা আবার-

ভাবি আমি পথ কি খোলা আছে চলে যাবার?

কন্টকময় স্বর্গে আমি নিজেকে করলাম আবিস্কার,

একাকী পথচলায় এটাই আমার প্রাপ্য পুরস্কার!

Author's Notes/Comments: 

29th July 2009

View shawon1982's Full Portfolio