অব্যক্ত কষ্ট

মনের মাঝে জমা রয়েছে কত কষ্ট,

যদি পারতাম প্রকাশ করতে স্পষ্ট!

কেউ কি দেখতে পায় আমার বেদনা?

কিভাবে সয়ে যাচ্ছি অন্তরের যাতনা?

কষ্টগুলো আমি একাই বয়ে বেড়াই,

নিজের সাথে করছি একাকী লড়াই।

জানি কভু শেষ হবে না এ দহনের,

সময় শেষ হয়ে এসেছে আবেগের।



কেউ কখনো কি আসবে মোর জীবনে?

শূন্য এ হৃদয়টা ভরে দেবে কিরণে?

জানি হবেনা পূরণ আমার এ আশা,

কতকাল আর সইব কষ্ট হতাশা?

বুঝতে যদি পার তোমার করা ভুল-

মোর সমাধিতে রেখ একগোছা ফুল।

Author's Notes/Comments: 

4th September 2002 (old sennet)

View shawon1982's Full Portfolio