তোমাকে

প্রতিনিয়ত আমি তোমাকেই শুধু খুঁজে বেড়াই,

মাঠে, ঘাটে, ঘরে, বাইরে, আকাশে, বাতাসে-

কিন্তু কোথায় তুমি? আমি যে দেখি না তোমায়,

ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসি আমি একা হতাসে!

তবুও আমার বিরাম নেই! নেই একটুও স্বস্তি-

নির্জনে কিংবা লোকালয়ে আমি তোমাকে খুঁজি।

অপেক্ষায় থাকি আমি এই বুঝি তোমায় দেখি,

তথাপিও শেষ হয় না আমার আশার পুঁজি!

বাতাসে যেন মিশে আছে তোমার কোমল স্পর্শ

প্রতিমুহুর্তে আমি যেন পাচ্ছি তারই ছোঁওয়া।

পিছন ফিরে যখন দেখতে চাইলাম তোমাকে-

দেখলাম তুমি নেই! সব হয়ে গেল ধোঁয়া!

ক্ষণিকের তরে এসে তুমি কেন দিলে ধরা?

কেন তুমি থাকলে না আর অল্প কিছু সময়?

তুমি আমাকে একা ফেলে ফিরে চলে গেলে,

একাকী জীবনে নেমে এল ফের আঁধার প্রলয়!

তোমাকে বিদায় দেবার কালে আমি একটি বার

পিছন ফিরে দেখব তোমায়, মনে ছিল ভয়!

এর পরেও মনে মনে জাগিয়ে রেখেছি আশা,

হয়ত আবার দেখতে পাব আমি তোমায়।

Author's Notes/Comments: 

25th August 2009

View shawon1982's Full Portfolio