আত্মশক্তি

আর কতকাল ঘুমিয়ে তুমি থাকবে?

তবে কি হয়নি সময় জেগে ওঠার?

চেয়ে দেখ পূর্ব আকাশে সূর্য্য উঠেছে,

অন্ধকারাচ্ছন্ন রজনী পার হয়েছে!

মনের ভিতর যত কষ্ট-ব্যথা ছিল,

আলোক আভায় সবই যে দূর হল।

প্রকৃতি মোহনীয় রূপে ধরা দিয়েছে,

তবু তুমি এখনোও ঘুমিয়ে থাকবে?



মনের শক্তিকে প্রস্ফুটিত করে তোল,

আত্মপ্রকাশ করার সময় যে হল!

সুপ্ত রয়েছে যত অমিত সম্ভাবনা-

পূরণ কর জীবনের যত বাসনা।

সকল বাঁধাকে ফেলে হও আগুয়ান,

শুনবে তুমিই সাফল্যের জয়গান।

Author's Notes/Comments: 

9th September 2002 (old sonnet)

View shawon1982's Full Portfolio