বাস্তব জীবন (Real Life)

এই মুহুর্তে আমি ভীষণ বিরক্ত,

কম্পিউটার ভাইরাস করছে উত্যক্ত!

পারছিনা কোন কাজ ঠিকমত করতে,

কিভাবে করবো তাও পারছিনা জানতে!

একবার ভাবি সবকিছু ধুয়ে মুছে ফেলি,

চাইলেও কি যা ইচ্ছা তাই করতে পারি?

ঝামেলার সাথে যুক্ত আছে কম্পিউটার-

বলতেও পারছিনা, ‘এটা কোন ব্যাপার!’

আমাদের জীবনেও কত সমস্যা রয়ে গেছে,

সেগুলোর অনেকটাই অসমাপ্ত হয়ে আছে!

আমারা তো নই মানুষরুপী কোন যন্ত্র,

বিকল হলে ঠিক করে দেবে কোন মন্ত্র!

আমাদের আছে আবেগের ছটা আর ভালবাসা,

আরও আছে আমাদের জীবনের কত আশা!

সামাজিক জীব হিসাবে আছে কত দায়িত্ব,

ঘরে বাইরে সবখানেই আছে কাজের গুরুত্ব!

এর পরে আছে কত সমস্যা! এড়ানো নাহি যায়,

চালাক মানুষগুলো ঠিকিই তো এড়িয়ে চলে যায়!

খুব সহজেই তো আমার কম্পিউটার বদলে ফেলি,

কিন্তু জীবনের সমস্যাগুলো কিভাবে এড়িয়ে চলি?

Author's Notes/Comments: 

28th July 2009

View shawon1982's Full Portfolio