ধিক্কার

ভুল নাকি পাপ?তুমি কোনটা বলবে?

চুপ করে না থেকে কিছু একটা বল!

আমার মন নিয়ে আর কত খেলবে?

আমাকে কষ্টে ফেলে কোথা আজ সকল?

তিল তিল করে গুমরে গুমরে মরি-

সত্যিই কি এটাই তোমরা চেয়েছিলে?

অসহায় হয়ে শুন্য রিক্ত হয়ে ঘুরি,

একবার কি আমার কথা ভেবেছিলে?



কি অপরাধে আমার আজ এই দশা?

কেন আমারই মাথা হয়ে যায় নীচু!

ভেঙ্গে চুরে দিয়ে আমার সকল আশা,

হাসি মুখে নিজেকে করে রেখেছ উঁচু!

ন্যায়ের জন্য যবে হতে চাই সোচ্চার,

তখনি শুনতে হয় ‘ছি’ আর ধিক্কার!

Author's Notes/Comments: 

22th July 2009

View shawon1982's Full Portfolio