উত্তরাধিকার (Heritage)

কি মনে করেন আপনি? আমি চাই আপনার উত্তরাধিকার?

আপনি ভুল করছেন! এই সম্পদ আমার নেই কোন দরকার।

মরে গেলেও স্পর্শ করতে চাই না সম্পদ আপনার,

নতুবা সেটা হবে আমার স্বহস্তে অস্তিত্বের সংহার!

আমার বিন্দু মাত্র নেই আপনার বাড়ী বা জমিতে লোভ,

ভয় নেই! আমি চাইবো না, আমার নেই কোন ক্ষোভ!

আপনি কি আমাকে এসব দিয়ে করতে চান ক্ষতিপূরণ?

নাকি আপনি চান তিল তিল করে হতে থাক অন্তঃক্ষরণ?

এখন মুক্তিপণ দিয়ে আপনি আমায় করতে চান মুক্ত-

নিজ হস্তে আমায় খুন করার সময় কই ছিল সে রক্ত?

ঘরভর্তি মূর্খের স্বর্গে আপনি আমায় করেছেন অপমান,

যাদের কাছে টাকা ছাড়া অন্য কিছুর নেই কোনই মান।

ভাববেন না যে আমি একটা রংচঙ্গা কৌতুক করা ভাড়,

চাই না আপনার উত্তরাধিকার, চেয়েছি কি ভাগাড়?

আপনার সম্পত্তির প্রস্তাবনায় আমার আছে তীব্র ঘৃণা,

মূর্খ করে টাকার বিচার হোক না তা তুচ্ছ দূর্ব্বা তৃণা!

আমি নই মোটেই নোংরা, আমি এখনো যাই নি পঁচে,

ভন্ড কসাইয়ের ছুরির নিচে কেন দিলেন আমায় যেচে?

আরম্ভ হবার আগেই আমার জীবনে ঘনিয়ে এলো সন্ধ্যা,

হৃদয়ের টুকরা ছিঁড়ে আপনাকে জানাই আমার শেষ শ্রদ্ধা!

আমি চাই না আপনার সম্পত্তি আমি চাই না উত্তরাধিকার,

আমি ভাল থাকবো একাকী শুয়ে মাটির কবরে আমার!

Author's Notes/Comments: 

3rd & 5th September 2009

View shawon1982's Full Portfolio