পদচিহ্ন

বলতো ঠিক কেমন ভেবেছো আমায়?

আমি কি খুব  বেশী পাষন্ড বা নিষ্ঠুর?

আমি আজ দেখিয়ে দিতে চাই তোমায়,

ভুল ধারণা কিভাবে করেছে পান্ডুর!

তোমার সব কথা আমি নিয়েছি সয়ে-

প্রতিবাদ আজ আমি কিছু করবোনা!

আমার আমিকে আমি নিয়ে যাবো বয়ে,

ভেবো না! পিছন ফিরে আমি দেখবোনা।



তুমি এতদিন চিনতে পারনি যারে,

আজতো সেই কইছে কাঙ্গালের মত-

ঘুরে ফিরে তোমার কাছেই বারে বারে,

মুখ করিয়া রাখিছে সেই অবনত!

আজ যার হৃদয় করেছো ছিন্নভিন্ন-

একদিন সেই রেখে যাবে পদচিহ্ন।

Author's Notes/Comments: 

30th December 2009

View shawon1982's Full Portfolio