অফিস নামতা

দুই এক্কে দুই

এখন একটু শুই!

দুই দুগুনে চার,

ঘুমে চোখ ভার।

তিন দুগুনে ছয়,

মনে লাগে ভয়!

চার দুগুনে আট,

নিজেই যেন লাট!

পাঁচ দুগুনে দশ,

কখন যাবে বস?

ছয় দুগুনে বারো,

ফাইল ছুঁড়ে মারো।

সাত দুগুনে চৌদ্দ,

বসটা বোকার হদ্দ।

আট দুগুনে ষোল,

উপরি কত হল?

নয় দুগুনে আঠার,

ঘুষ চাই আমারও।

দশ দুগুনে বিশ,

এই হল অফিস।

Author's Notes/Comments: 

11th December 2009 (This is my 400th poem)

View shawon1982's Full Portfolio