রং পেন্সিল (Crayons)

দেশে যাওয়ার আগে কিনেছিলাম কিছু উপহার,

অনেক কিছুর মাঝে ছিল কিছু পেন্সিল রং করার!

ব্যাগের ওজন বেড়ে অনেক হয়ে গিয়েছিল ভারী,

ভাবনায় পড়েছিলাম কি বাদ দেই আর কি নিতে পারি!

হায়রে এক সেট রং পেন্সিল! ওটাকে দিলাম রেখে,

কমদামী রং পেন্সিল! ওটাই কি ভারি ছিল বেশি দেখে?

তুলে রেখে দিলাম তা কাঠের টেবিল এর এক কোনায়-

ফেরার পর ওটাই তো আমাকে দেশের কথা স্মরণ করায়!

যাত্রাকালের সব কথা এক এক করে মনে পড়ে যায়,

আমার ঘরের কথা যেথা সবাই আছে আমার অপেক্ষায়!

আবার এক বছর! এর পরে জেতে পারব আমার দেশে,

রংহীন একাকী জীবন বয়ে নিয়ে চলেছি এই প্রবাসে!

পেন্সিলগুলো আঁচড় কেঁটে কাগজ ভরে তোলে রং এ-

আমার এই জীবনে একটু রং এর ছোঁয়া দিবে কে?

জীবন তো বয়ে চলে! ভেসে চলে সময়ের স্রোতে-

আমি তার দুএকটা কথা লিখি কবিতা এর ছন্দে!

Author's Notes/Comments: 

29th July 2009

View shawon1982's Full Portfolio