দূরের পথ (Long Way)

বহুপথ পাড়ি দিয়ে এলাম

আরও বহুদুর হবে যেতে,

কে হবে মোর সাথী

একাকী এই পথে!

যদি থাক মোর সাথে

বাড়িয়ে দিও দুহাত-

প্রার্থনা করি, ‘হে খোদা!

অকালে করোনা জীবনপাত!’

আমি যে বড় একাকী

তুমি জানো হে অন্তর্যামী

লাঘব করো মোর যাতনা

তুমি যে ত্রিভূবন স্বামী!

বহুদূর পাড়ি দিতে হবে

আমি যে বড় একাকী-

যদি না ধরো হাত

কিভাবে যাবো আমি?

সম্মুখে দুর্গম পথ

কিভাবে দিবো পাড়ি?

মাঝপথে এসে তুমি

দিও না যেন আড়ি!

তোমার ভুবনে খোদা

যদি হই অযোগ্য-

নিয়ে যেও তুমি মোরে

দিও পরম আরোগ্য!

কেউ ত বোঝে না

আমি কি যে বলি-

বহুদূর পথ আমি

একাকী তাই চলি!

Author's Notes/Comments: 

27th July 2009

View shawon1982's Full Portfolio