৮ই মে ২০২৫

একটা সময় ছিল যখন নিজের মধ্যে অনেক জিদ কাজ করতো। হারতে চাইতাম না বা হারতে ভয় পাইতাম। মনে হতো যেভাবেই হোক জেতা লাগবে। কিন্তু এখন যে জিত, তার সবটুকুই থাকে ধোঁকাবাজি আর মুখোশের মধ্যে। এখন আর জিততে চাই না। এখন কোন প্রতিযোগিতা ছাড়াই হেরে যেতে ভাল লাগে আমার। জিতে কি হবে যদি সেই জিত এর ভেতর আমিই না থাকলাম! এর চেয়ে হারই ভালো। হারটা শুধুই আমার নিজের। একান্তই আমার। 

View shawon1982's Full Portfolio