"সন্ধ্যা রাতের শেফালী" by Miss. Shefali

"সন্ধ্যা রাতের শেফালী" নামক আত্মজৈবনিক উপন্যাস পড়ে শেষ করলাম। ক্যাবারে ড্যান্সার মিস. শেফালী (আরতি দাস) এর জীবনী। আমার পড়া অন্যতম সুন্দর একটা বই। না পড়লে জানতেই পারতাম না উনার সম্পর্কে। আমরা শুধু বাহ্যিকতা দিয়ে বিচার করতে করতে মন মনন সব পঁচিয়ে গাঁজিয়ে ফেলেছি। আমরা শুধু বাইরের চামড়া দেখতেই অভ্যস্ত। ভেতরের মানুষ আর তারও ভেতরের কথাগুলো শুনি না, শুনতেও চাই না। শুনবো কেন? আমরা সবাই তো জন্মগত বিচারক! বইটা পড়েছি আর বুঝতে চেষ্টা করেছি একজন মানুষকে! কোন ক্যাবারে নর্তকী কে নয়। 

 

Elton John এর বিখ্যাত গান Candle in the wind প্রায়ই শুনি। আর শুনি মূলত এই নিচের লাইনটা অনুধাবন করার জন্যই। মিস শেফালীর জীবনী পড়তে গিয়েও এই লাইনগুলা মনের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে বহুবার-

Goodbye, Norma Jeane

From the young man in the twenty second row

Who sees you as something more than sexual

More than just our Marilyn Monroe....

Author's Notes/Comments: 

21st september 2023

View shawon1982's Full Portfolio