নটরডেমের দিনগুলোতে যাবার প্রত্যাশা

আজকে অফিসে আসার পথে বাস স্ট্যান্ডে নটরডেম কলেজের কিছু ছাত্রকে দেখতে পেলাম। ওদের কলেজের পোষাক দেখলেই বোঝা যায়। ওরা বাসের জন্য অপেক্ষা করছিল। এই দৃশ্য আমাকে নিয়ে গেল ২৩ বছর আগে। প্রায় দুই যুগ! যখন এভাবে ঐ একই কলেজে যাওয়ার জন্য ভোরবেলা আমিও বাসের জন্য অপেক্ষা করতাম! পার্থক্য এটা যে আমাদের সময়ে ইউনিফর্মটা ছিল না।   ওদের দেখে মনে হল, সবকিছুর বিনিময়েও যদি আবার সেই কলেজের দিনগুলাতে ফিরে যেতে পারতাম! পৃথিবী ছেড়ে চলে যাবার সময় যত কাছিয়ে আসতে থাকে একটু একটু করে, ততই যেন মন আরও বেশী করে পেছনে চলে যেতে চায়। সবকিছুর বিনিময়ে হলেও যায়। এটাই বড় অদ্ভুত বাস্তবতা। 

Author's Notes/Comments: 

১৪ মার্চ ২০২২

View shawon1982's Full Portfolio