বিধাতা তুমি

বিধাতা তুমি হে, সকল শক্তির আধার

ঘন অমানিশা তুমি নিমেশে কর পার

নিয়ে গেলে তুমি তাকে সবার আড়ালে

নেবেই যদি তবে মায়ায় কেন জড়ালে?

 

বিধাতা তুমি হে, অপার তব ক্ষমতা

অন্তহীন দয়ার সাগর, নিঃসীম মমতা

রেখো তুমি তাকে নিজ স্নেহের কোলে

হারাতে দিও না তাকে বিস্মৃতির অতলে

 

বিধাতা তুমি হে, অপার করুণারাশি

পাপীতাপী মোরা যখনই ছুটে আসি

ফিরায়ে দিও না তোমার দুয়ার থেকে 

ক্ষমা কর প্রভু তুমি ভালবাসো যাকে 

Author's Notes/Comments: 

৬ ফেব্রুয়ারী ২০২২ (লতা মঙ্গেশকরের মহাপ্রয়ানে উৎসর্গ করে লেখা)  

View shawon1982's Full Portfolio