এরিন ব্রোকোভিচ সিনেমা সম্পর্কে

অনেক দেরীতে হলেও দেখলাম মুভিটা। আমার মনে হল যে কোন Chemical Engineer বা Chemistry নিয়ে যারা গবেষণা করে তাদেরও দেখা উচিত মুভি।   মুভিটা দেখতে গিয়ে আমার নিজের রিসার্চের কথা মনে পড়ে গেল। এই মুভিতে "হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম" তথা ষড়যোজী-ক্রোমিয়াম (Cr+6) ধাতুর দূষণের কুফল সঙ্ক্রান্ত কিছু দিক সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে।


কেন্দ্রীয় চরিত্র যেভাবে দূষিত পানিত নমুনা সংগ্রহ করেছে তাতে আমার মনে পড়ে গেল, একবার সিঙ্গাপুরেও ইন্ড্রাস্ট্রির পাশের ড্রেন থেকে আমরাও নমুনা সংগ্রহ করেছিলাম।   হেভি-মেটাল পলিউশন এবং এর ফলাফল এই সিনেমার অন্যতম আলোচ্য বিষয়। আমার বেশ ভাল লেগেছে। একটা দৃশ্যের কথা না বললেই নয়। যারা এই ক্রোমিয়াম দূষণের বিষয়টা ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল, তাদের একজন যখন এক গ্লাস পানি খেতে গেল তখন কেন্দ্রীয় চরিত্র এরিন ব্রোকোভিচ বলে ওঠে, 'আপনাদের জন্য এই পানি বিশেষভাবে আনানো হয়েছে আপনাদের হিঙ্কলে এলাকার কুয়া থেকে"। তখন তার পানি খাওয়া থেমে যায়। দূষণের কুফল মাথায় রেখে সে নিজে খেতে পারলো না অথচ সেই পানি খেয়ে এলাকার অনেক মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে তার দিকে কোন খেয়াল নেই। আমাদের স্বভাবের দ্বিচারিতা খুব সুন্দর করে ফুটিতে তোলা হয়েছে এরিন ব্রোকোভিচের জীবনালেখ্যর মাধ্যমে। 

Author's Notes/Comments: 

২৮ নভেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio