বাঁধতে পারিনি

আবার দেখা হবে বন্ধু

হয়ত তোমার অজান্তে

শান্ত নিস্তব্ধ কোন এক পরিবেশে

যেদিন তুমি হয়ত আমাকে আর চিনতে পারবে না

মনের মাঝে হাতড়ে খুঁজে বেড়াবে ভুলে যাওয়া স্মৃতি

যখন আবার দেখা হবে তখন আমাদের দূরত্ব থাকবে অনেক

কমাতে চেয়েছি যত, আমার অজান্তে সেটাই বেড়েছে বহুগুনে

আমিও বাঁধিনি তাকে! ছেড়ে দিয়েছি নিজের মনের শূন্যতার বিশালতায়

 

আবার দেখা হবে বন্ধু-

হয়ত বুঝবে না

কিছু জিনিস একতরফা হয়ে যায়

শত চেষ্টা করেও তাকে

-

 

বাঁধতে পারিনি! ছেড়ে দিয়েছি আপন ভুবন পরিক্রমায়। 

Author's Notes/Comments: 

২৭ নভেম্বর ২০২১ (১৯ এর বর্গমূল) 

View shawon1982's Full Portfolio