রাণু আর রবি

রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বালিকা রাণুর পরিচয় শুরু হয় পত্রমিতালী দিয়ে। এরপর তাদের দুইজনের মধ্যে তৈরী হয় এক অপার্থিব বন্ধুত্বের সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন ৫৭ তখন ১১ বছরের বালিকা রাণু তাকে প্রথম চিঠি লেখে। এরপর দুইজনের মধ্যে শ' এর উপরে চিঠি আদান প্রদান হয়েছে।  শারদীয় দেশ (১৪০৯) [ইংরেজী ২০০২]  আমার হস্তগত হয়েছে। সেখানে কবিগুরুর রাণুকে লেখা চিঠিগুলো প্রকাশিত হয়েছে। মন্ত্রমুগ্ধের মত পড়ে যাচ্ছি।


প্রকৃত বন্ধুত্বের জন্য বয়স লাগে না। বন্ধুত্ব বন্ধুত্বই! অসম বয়স হলেও বন্ধুত্বটা কিন্তু অসম হয় না। শুধু আমাদের বোঝার আর দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই প্রকট হয়ে দেখা দেয়। যারা সুন্দর বন্ধুত্বরে মধ্যেও 'অসম' কালিমা লেপন করতে চায়, তারা বন্ধুত্বের মানে আসলেই বোঝে কি? নাকি সমস্ত বৈষয়িক ব্যাপারের মত তাদের কাছেও বন্ধুত্বও মাপনীতে মূল্যায়িত হয়?

Author's Notes/Comments: 

১ নভেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio